পরিচালনা কমিটি

ভবিষ্যতের ডিজিটাল বিশ্বের দিগন্ত উন্মোচন

ফেসবুকের এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডিজিটাল লিডারদের নিয়ে। ডিজিটাল নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে ফেসবুক এই বিশেষজ্ঞদের পরামর্শ শোনে। এ কমিটির নতুন সদস্য হতে চাইলে আপনাকে স্বাগতম।

ড. মাসাতো কাজিমটো

সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম সেন্টার, দ্য ইউনিভার্সিটি অব হংকং

ড. মাসাতো কাজিমটো দ্য ইউনিভার্সিটি অব হংকংয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম সেন্টারের সহকারী অধ্যাপক। এশিয়ায় সংবাদ-সাক্ষরতা বিষয়ক শিক্ষা ও ভুয়া সংবাদ পরিস্থিতি সংক্রান্ত গবেষণাকর্মে তার পাণ্ডিত্য রয়েছে।

মাসাতো স্টোনি ব্রুক ইউনিভার্সিটির সেন্টার ফর নিউজ লিটারেসির সঙ্গেও অ্যাফিলেট অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। এ বিভাগের উদ্যোগে মাসাতো কয়েকটি যৌথ প্রকল্পে নেতৃত্বে দিচ্ছেন, যেখানে এশীয় অঞ্চলের গণমাধ্যম শিক্ষক ও সংবাদকর্মীদের নিয়ে শিক্ষন ও শিখন উপকরণ তৈরি করা হচ্ছে। বিভিন্ন দেশের গণমাধ্যমের পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ, আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে সেখানে বিস্তৃত গবেষণার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক উন্মুক্ত অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফরম ‘কোর্সেরা’-র ‘মেকিং সেন্স অব দ্য নিউজ: নিউজ লিটারেসি লেসনস ফর ডিজিটাল সিটিজেনস’ শীর্ষক কোর্সের তিনি প্রধান প্রযোজক। এ ছাড়া অনলাইন ভিডিও সিরিজ ‘স্ট্রাপলিন: নিউজ লিটারেসি ফর দ্য রেস্ট অব ইউএস’-এর তিনি প্রতিষ্ঠাতা। শিক্ষকতা ও গবেষণায় ক্যারিয়ার শুরুর আগে মাসাতো সিএনএন ইন্টারন্যাশনালের অনলাইন রিপোর্টার ও ওয়েব প্রযোজক হিসেবে কাজ করতেন।

ইব্রাহিম ‘ইব্বা’ বার্নার্দো

চিফ ইমারসিভ অফিসার, আই অ্যাম কার্ডবোর্ড পিএইচ

ইব্রাহিম 'ইব্বা' বার্নার্ডো প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে একজন তরুণ তুর্কি। ওয়েব ও সফটওয়্যার নির্মাণ এবং ভিডিও গেইম অ্যানিমেশনে বিস্তৃত অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডকে ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে তাদের বিক্রয় ও ব্যবসায়িক নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করছেন।

ব্যাংককে ২০১২ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আসিয়ান ইয়ং লিডার হিসেবে ইব্বা ফিলিপিন্সের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর ২০১৩ সালে এশিয়া টোয়েন্টিওয়ান তরুণ নেতৃত্বের একজন হিসেবেও অংশ নেন।

ইব্বা একজন সামাজিক উদ্যোক্তাও বটে। তার প্রতিষ্ঠান ‘সারি সফটওয়্যার সলিউশনস’ ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কাঠামো পরিচালনা এবং ডিজিটাল ও আর্থিক দক্ষতা উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।

প্রযুক্তি সংবাদকর্মী হিসেবেও ইব্বার আরেকটি পরিচয় আছে। কাজ করছেন টি-থ্রি, গেমস মাস্টার ও অ্যাডোবো ম্যাগাজিনের মতো স্থানীয় বিভিন্ন প্রকাশনার হয়ে। ইব্বা এখন ‘আই অ্যাম কার্ডবোর্ড পিএইচ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এ প্রতিষ্ঠানটি মূলত এন্ড-টু-এন্ড ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত সেবা দিয়ে থাকে। আয়ালা জাদুঘরের জন্য ইমারসিভ হিস্টোরিক্যাল ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতার প্রযুক্তি উদ্ভাবন করে তাদের ঝুলিতে বেশ কিছু পুরস্কারও জমা হয়েছে।

ভু মিন খোং

সহযোগী অধ্যাপক, লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলি

ভু মিন খোং লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসি (ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর)-এর পদকপ্রাপ্ত সহযোগী অধ্যাপক।

তার দুটো বই আছে। প্রখ্যাত অ্যাকাডেমিক জার্নালে তার ২০টির বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে। উন্নয়ন নীতি বিষয়েও তিনি পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। এ ছাড়া জার্নাল অব টেলিকমিউনিকেশনস পলিসিতে তিনি সহযোগী সম্পাদক এবং জার্নাল অব ইস্ট এশিয়ান পলিসির সম্পাদকীয় বোর্ডেও তার সদস্যপদ রয়েছে।

ভু মিন খোং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থায় সক্রিয় পরামর্শক হিসেবে কাজ করছেন। অধ্যাপনা শুরুর আগে তিনি ভিয়েতনামের সরকারি বিভিন্ন পর্যায়ে দায়িত্বে যুক্ত ছিলেন।

পিজিত্রা সুপ্পাসয়াতগুল

সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ অনুষদ, চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়

পিজিত্রা সুপ্পাসয়াতগুল থাইল্যান্ডের ব্যাংককে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ অনুষদের সহযোগী অধ্যাপক।

তিনি গবেষণা করেন ডিজিটাল সাক্ষরতা, ইন্টারনেটে নীতি সম্পর্কিত বিষয় এবং থাইল্যান্ডের গণমাধ্যম ও সম্প্রচারের প্রভাব বিষয়ে।

পিজিত্রা থাইল্যান্ডের নিউজ ব্রডকাস্টিং কাউন্সিলের বোর্ড সদস্য। এ ছাড়া থাই অর্থনৈতিক বিষয়ক দৈনিক ‘ক্রুংথেপ টুরাকিট’-এও তিনি নিয়মিত কলাম লেখেন।