আমাদের সহযোগী
এ সংস্থাটি হংকংয়ে নিবন্ধিত দাতব্য সংস্থা, যারা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করছে। ২০১৮ থেকে ফেসবুকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তারা ৭০টির বেশি স্থানীয় স্কুলে অনলাইন সরক্ষা কর্মসূচি পরিচালনা করছে। এ কর্মসূচির লক্ষ্য, সৃজনশীল ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ড যেমন- ফোরাম থিয়েটার, কর্মশালা ও মাল্টিমিডিয়া প্রডাকশনের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষার বিষয়টি নিয়ে সচেতন ও দক্ষ করে তোলা। প্রথম দিকেই তারা ৬ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে শেষ করেছে, ২০১৯ নাগাদ এ সংখ্যা ১০ হাজারে উন্নীত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছিল।