আমাদের সহযোগী

স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
এটুআই

সরকারি সেবাদান প্রক্রিয়ার উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প সরাসরি কাজ করছে। নাগরিক-বান্ধব অভিনব সংস্কৃতি সৃষ্টির পাশাপাশি সেবাদান প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য করে তোলা হয়েছে।

সরকারি কর্মকাণ্ডে সুশাসন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়তে ‘রূপকল্প ২০২১’ অর্জনের লক্ষ্যে এটুআই সরকারকে সাহায্য করছে। এসব কর্মকাণ্ডের সুফল জনগণ পেতে শুরু করেছে। অল্প খরচে মিলছে উন্নত ও সন্তোষজনক সেবা। সাধারণ তথ্য অনলাইনেই পেয়ে যাওয়ায় সরকারি দপ্তরে যাওয়ার ঝক্কিও কমেছে।