আমাদের সহযোগী
স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
শিক্ষা বিভাগ ও স্টেয়ারওয়ে ফাউন্ডেশন
সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক একবিংশ শতাব্দীর শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতার আওতায় আনতে চায়। এ লক্ষ্যে শিক্ষা বিভাগ ও স্টেয়ারওয়ে ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে ৫শরও বেশি শিক্ষককে প্রশিক্ষণ ও ডিজিটাল সাক্ষরতা বিষয়ক শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এই শিক্ষকরা ফেসবুকের ডিজিটাল লিটারেসি লাইব্রেরি ব্যবহার করে সুরক্ষা, গোপনীয়তা, অনলাইন পরিচয় ও সংবাদ সাক্ষরতার বিষয়ে বিশদ জানার সুযোগ পাচ্ছেন।