আমাদের সহযোগী
স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
ফ্যাকাল্টি অব কমিউনেকশনস আর্টস, চুলালংকর্ন ইউনিভার্সিটি
ফেসবুকের ‘উই থিংক ডিজিটাল’ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী চুলালংকর্ন ইউনিভার্সিটির এই কমিউনেকশন্স আর্টস ফ্যাকাল্টি। এ অংশীদারত্বের লক্ষ্য, গণমাধ্যম ও তথ্য খাতে টেকসই কাঠামো প্রতিষ্ঠার পাশাপাশি থাই নাগরিকদের ডিজিটাল সাক্ষরতায় নিয়ে আসা।