আমাদের সহযোগী
স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
গ্লোব টেলিকমস
ফেসবুকের সঙ্গে সহযোগিতার মাধ্যমে গ্লোব টেলিকমস ডিজিটাল নাগরিকত্ব ও সাইবার-কল্যাণ সংক্রান্ত কর্মসূচি পরিচালনা করছে। তাদের ডিজিটাল থাম্বপ্রিন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সঠিক অনলাইন আচরণ ও ডিজিটাল বিচক্ষণতার ওপর ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে।