আমাদের সহযোগী
কেনান ফাউন্ডেশন এশিয়া এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে নিজের জন্য, পরিবারের জন্য ও সমাজের জন্য ভালো কিছু করার। শিক্ষা, দক্ষতা ও প্রযুক্তি- উন্নত ভবিষ্যতের জন্য জরুরি এই বিষয়গুলো নিয়ে কেনান ফাউন্ডেশন থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের উৎসাহিত করছে, গড়ে তুলছে দক্ষ জনগোষ্ঠী, সেই সঙ্গে তৈরি হচ্ছে সবল নেতৃত্ব।
কেনান ও ফেসবুকের যৌথ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা তরুণদের ক্ষমতায়িত করার চেষ্টা চলছে। আধুনিক ডিজিটাল অর্থনীতির উপযোগী ক্ষুদ্র ব্যবসা-উদ্যোগ শুরুর জন্য যে ধরনের দক্ষতা দরকার, তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার পথেও উন্মুক্ত হচ্ছে অগ্রগতির দুয়ার।