আমাদের সহযোগী
এটি ব্যাংককভিত্তিক সমাজ-সংস্কারমুখী ক্রিয়েটিভ এজেন্সি। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও উন্নয়নের নানা চ্যালেঞ্জের কারণে মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্ভাবনী কমিউনিকেশন কর্মকৌশল পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে লাভ ফ্রাঙ্কি সেসব সমস্যা সমাধান করার চেষ্টা করে।
প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, বিদ্বেষ-বাক্য, ডিজিটাল সাক্ষরতা, অভিবাসন, মানবাধিকার ও সমতা বিষয়ক জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও আচরণ ইতিবাচক প্রক্রিয়ায় প্রভাবিত করার লক্ষ্যে লাভ ফ্রাঙ্কি নানা উদ্যোগ নিয়েছে।
বিস্তৃত গবেষণা, সুনির্দিষ্টভাব প্রচার ও সৃজনশীল সক্ষমতা বাড়ানোর মতো কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংস্থাটি কাজ করে। সামাজিক পরিবর্তন আনার পথে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন অংশীদার এ ক্ষেত্রে তাদের সহযোগী।