আমাদের সহযোগী
স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
ম্যানো অ্যামিগা ফিলিপিন্স
ফিলিপিন্সের ম্যানো অ্যাকাডেমির সঙ্গে যৌথভাবে বার্ষিক ডিজিটাল তারুণ্য সম্মেলন আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থী ও তরুণ সম্প্রদায়কে নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল সাক্ষরতার বিষয়ে সচেতনতা বাড়ানোর বিষয়ে এ উদ্যোগের ভূমিকা রয়েছে। এ কর্মসূচির আওতায় এসেছেন দেড়শর বেশি সামাজিক উদ্ভাবক, উন্নয়ন-কর্মী ও প্রযুক্তিবিদ। সামাজিক প্রচার কার্যক্রমে তারা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ছড়িয়ে দিতে শুরু করেছেন।