আমাদের সহযোগী
স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডেটা প্রটেকশন অফিসার্স অব ফিলিপিন্স
এ সংস্থাটির নামের সংক্ষিপ্ত রূপ এনএডিপিওপি। দেশজুড়ে তথ্যের সুরক্ষা ও গোপনীয় রক্ষায় উপযুক্ত কাঠামো নির্মাণ, বিকাশ ও সুষ্ঠুভাবে পরিচালনা করা এদের দায়িত্ব। এর ফলে সরকারি-বেসরকারি সংস্থাগুলো নিজেদের কর্মী, গ্রাহক ও পরিবারের তথ্য নিরাপদ রাখতে পারে।