আমাদের সহযোগী
জাতিগত সম্প্রীতি ও সামাজিক সম্প্রীতির প্রচারের পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে ১৯৬০ সালের ১ জুলাই বিধিবদ্ধ সংস্থা হিসেবে পিপলস অ্যাসোসিয়েশন (পিএ) প্রতিষ্ঠিত হয়। সব ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর জন্য তাদের বিস্তৃত সামাজিক কর্মসূচি রয়েছে। তাদের নেটওয়ার্কে রয়েছে ১৮শর বেশি তৃণমূল সংগঠন, ১শর বেশি সামাজিক ক্লাব, ৫টি সামাজিক উন্নয়ন কাউন্সিল, জাতীয় সামাজিক নেতৃত্ব ইনস্টিটিউট ও পানিসম্পদ বিষয়ক উদ্যোগ।
পঞ্চাশোর্ধ নাগরিকদের আজীবন শিক্ষা ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে ২০১০ সালের মে মাসে ‘পিএ ওয়েলনেস প্রোগ্রাম’ এবং ২০১৫-র ফেব্রুয়ারিতে ‘পিএ সিনিয়র একাডেমি’ প্রতিষ্ঠা করা হয়। মানসিক, শারীরিক ও সামাজিকভাবে সক্রিয় থাকতে চালু করা হয় প্রবীণ-বান্ধব নানা কর্মসূচি ও পাঠ্যক্রম। ২০১৬ সালের মার্চে শুরু হয় ‘সিনিয়রস ফর স্মার্ট ন্যাশন’ প্রোগ্রাম। সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রবীণদের আধুনিক জীবনযাত্রার ও দক্ষতা উন্নয়নে।
ফেসবুকের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পিএ ২০১৯ এর মার্চ মাসে পরীক্ষামূলকভাবে ‘উই থিংক ডিজিটাল’ শীর্ষক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয়। বিস্তারিত জানতে www.facebook.com/pafrenz অথবা www.pa.gov.sg ভিজিট করতে পারেন।