আমাদের সহযোগী

স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
সারভোদায়া-ফিউশন

এটি মূলত সারভাদোয়া কর্মসূচির অধীনে তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত একটি শাখা। গ্রামীণ ও আংশিক-নগরের বাসিন্দাদের জন্য ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে। ডিজিটাল সাক্ষরতা, ব্যবহারের সুযোগ ও উপকারিতা সংক্রান্ত একাধিক প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি সামাজিক উন্নয়নে কিছু কাজ করে দেখিয়েছে। এ ছাড়াও দাতব্য কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রকল্পও পরিচালনা করছে ফিউশন। বিশ্বব্যাংকের মতো দাতা গোষ্ঠীও এদের সঙ্গে রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিতে সরকারি সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, জাতিগোষ্ঠী ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে সারভোদায়া-ফিউশনের।