আমাদের সহযোগী

স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
সাইবারক্রেইজি

ইন্টারনেটে প্রতারণা, হয়রানি ও উগ্রবাদের মতো নেতিবাচক কনটেন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যে ঝুঁকি তৈরি হচ্ছে, ইন্দোনেশিয়ায় তার বিরুদ্ধে শক্ত সামাজিক কর্মসূচি গড়ে উঠেছে। এর নাম সাইবারক্রেইজি। এ কর্মসূচিতে সাইবার ঝুঁকি প্রতিরোধে বিভিন্ন খাতে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, ডিজিটাল সাক্ষরতার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক শিক্ষাক্রমেও ডিজিটাল সাক্ষরতার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ছাড়া লোকজনকে উৎসাহিত করা হচ্ছে যেন ইতিবাচক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার কাজে সক্রিয়ভাবে অংশ নেয়। এর ফলে হয়তো ডিজিটাল বিশ্বে গঠনমূলক তৎপরতায় সবাইকে সম্পৃক্ত করা যাবে।

সাইবারক্রেইজি মূলত সংশ্লিষ্ট নানা পক্ষ, সচেতন গোষ্ঠী, বেসরকারি খাত, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সরকার ও গণমাধ্যমের যৌথ উদ্যোগ হিসেবে কাজ করছে।