আমাদের সহযোগী

স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
স্টিকস ’এন স্টোনস

এই অনলাইনভিত্তিক প্রচার কর্মসূচিটি মূলত এক ধরনের বর্ধিত প্রশিক্ষণ পদ্ধতি, যেখানে ব্যবহারিক কর্মশালার পাশাপাশি অনলাইন শিক্ষা মডিউলেও প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়। অনলাইন ও অফলাইনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কিশোর ও তরুণ বয়সীদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের সহায়তায় স্টিকস ’এন স্টোনস এ কর্মসূচির আওতায় স্কুলগুলোতে বড় আকারে সহযোগিতা কাঠামো গড়ে তুলেছে। এর মাধ্যমে তরুণদের জন্য সমৃদ্ধ অনলাইন জগৎ ও কর্মকৌশল নির্ধারণে বড় অগ্রগতির পথ তৈরি হচ্ছে।