আমাদের সহযোগী

স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
সুদাহ ডং

যুব উন্নয়নের লক্ষ্যে অলাভজনক সংস্থা ‘ওয়াইসিএবি ফাউন্ডেশন’ এবং হয়রানি-বিরোধী কর্মসূচি ‘সুদাহ দং’-এর সঙ্গে যৌথভাবে ফেসবুক ইন্দোনেশিয়ার ছয়টি শহরে (মালাং, ডেনপাসার, বালিকপাপন, পালেমবাং, বান্দুং ও সুরাবায়া) মাসব্যাপী ‘থিংক বিফোর ইউ শেয়ার’ প্রচার কর্মসূচি পরিচালনা করেছিল। কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত বিষয়ে বিস্তর আলোচনা ও তথ্য-সন্নিবেশিত হয়। এ কর্মসূচিতে অনলাইনে সাড়ে মিলিয়ন মানুষ এবং অফলাইনে স্থানীয় ১০১ সম্প্রদায় থেকে ১৪শ তরুণ অংশ নেয়।