আমাদের সহযোগী
স্থানীয় সহযোগীর সঙ্গে যোগাযোগ রাখুন। সহায়তা করুন ডিজিটাল নাগরিকত্বের ভবিষ্যৎ বিনির্মাণে।
ভিলেজ কনসালট্যান্সি
এ সংস্থাটি পরিবার, শিক্ষক, তরুণ ও শিশুদের জন্য ডিজিটাল সাক্ষরতা সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। এর প্রতিষ্ঠাতা ক্যারল লই সেন্টার ফর মিডিয়া লিটারেসির একজন কর্মী। এ ছাড়াও তিনি নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিষয়ে জন ম্যাক্সওয়েল সনদপ্রাপ্ত প্রশিক্ষক। নতুন নেতৃত্ব ও প্রভাবক সৃষ্টির লক্ষ্যে পরিবার, শিক্ষক, তরুণ ও শিশুদের জন্য তিনি অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছেন।