সবার জন্য নিরাপদ ডিজিটাল বিশ্ব
ডিজিটাল বিশ্বে জীবনযাপন খুবই আকর্ষণীয় বটে, তবে এর সঙ্গে অনেক দায়িত্ববোধের চর্চাও জরুরি।
দায়িত্বশীল ডিজিটাল নাগরিকের মনে রাখতে হবে, আমাদের ডিভাইসের পর্দার ওপাশে ঠিক আমার মতোই একজন অনুভূতিশীল মানুষ রয়েছেন। অন্যের প্রতি সদয় আচরণ ও হয়রানিমুক্ত ডিজিটাল বিশ্ব গঠনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জরুরি মানদণ্ডগুলো খতিয়ে দেখা যাক।
পরামর্শ দিন
নেতিবাচক পরামর্শ যারা দিচ্ছে, তাদের ‘না’ বলা শিখতে হবে। যারা আপনাকে নেতিবাচক অনুভূতি দেবে, তাদের দূরে রাখুন।
চাই সহযোগিতা
যাদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে মিশতে পারবেন, তাদের সঙ্গেই বন্ধুত্ব করুন। একই আগ্রহ ও লক্ষ্য ভাগ করে নেওয়া যায়, এমন বন্ধু থাকা সৌভাগ্যের। বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা গেলে সহজে অনেক সমস্যার সমাধানও করা যায়।
ব্যক্তিত্ব ও স্বকীয়তা
যে মানুষটা যে রকম, ঠিক সেভাবেই তাকে গ্রহণ করতে পারাটা ভালো বন্ধুর লক্ষণ। যদি কেউ আপনার সঙ্গে সদয় আচরণ না করেন, তিনি সম্ভবত আপনি আপনার মতো গ্রহণ করছেন না।
আচরণে ব্যক্তিত্ব প্রকাশ
কে কীভাবে কথা বলছে, সেটা দেখেই একজন মানুষ কেমন, তা বোঝা যায়। কথা বলার ধরন দেখে বন্ধু বাছাই করুন। কথায় কথায় যারা গালমন্দ বা অভিশাপ দেয়, তাদের এড়িয়ে চলুন।
দায়িত্বশীল ডিজিটাল নাগরিকের মনে রাখতে হবে, আমাদের ডিভাইসের পর্দার ওপাশে ঠিক আমার মতোই একজন অনুভূতিশীল মানুষ রয়েছেন।