ডিজিটাল নাগরিকত্বে সংস্কৃতি নির্মাণ
ডিজিটাল নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সম্পর্ক গড়ে তোলেন। আমরা অনলাইন জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতে চাই।
আমাদের পৃথিবী বদলে ফেলার দরকার নেই। আমাদের দরকার নিজেদের খুঁজে পাওয়া। নিজেদের আবেগ আর তা প্রকাশের উপায়গুলো খুঁজে বের করা এবং তা ছড়িয়ে দেওয়া, যেন কখনই রুদ্ধ না হয়।
ডিজিটাল নাগরিকত্ব বলতে বোঝায় গঠনমূলক আড্ডা, তাৎপর্যপূর্ণ কথোপকথন ও চিন্তাশীলতার মাধ্যমে যৌথ সংস্কৃতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করা। সব ইস্যুতেই বিতর্ক নয়। প্রতিটি আলোচনাই অর্থবহ হবে, এমনও নয়। আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে সামান্য, বরং মনোযোগ দিতে হবে সমাজের উন্নয়নের দিকে। শেষ পর্যন্ত আমরা কিন্তু এখনও মানুষকে সহায়তা করছি। তবে আক্ষরিক অর্থে ছোটাছুটি করার বদলে অনলাইনে কাজ করছি।
আমরা বিশ্বাস করি, একসঙ্গে মিলে আমরা অনেক কিছুই বদলে দেওয়া সম্ভব। এগিয়ে নেওয়া সম্ভব গোটা সমাজকে।
আপনি কি এমন ডিজিটাল নাগরিক হতে চান?
ডিজিটাল নাগরিকত্ব বলতে বোঝায় গঠনমূলক আড্ডা, তাৎপর্যপূর্ণ কথোপকথন ও চিন্তাশীলতার মাধ্যমে যৌথ সংস্কৃতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করা।