ইতিবাচক আচরণ

বিশ্বজুড়ে ফিলিপিনোদের সংযুক্ত করা

মে. তেরেসা বি. কাপা
মে. তেরেসা বি. কাপা
প্রধান, প্রোগ্রাম সার্ভিসেস ডিভিশন, ওভারসিস ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন |

বিদেশে অবস্থানরত ফিলিপিনো কর্মীরা দেশে তাদের পরিবার ও অন্যদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে।

দেশে বা বিদেশে যেখানেই থাকুক, ফিলিপিনোদের বন্ধন বড় শক্তিশালী। জেনেবুঝে তথ্য শেয়ার করে, যোগাযোগের ক্ষেত্রে শিষ্ঠাচার বজায় রেখে এবং অনলাইনের তথ্য যথাযথভাবে যাচাই করার অভ্যাস গঠনের মাধ্যমে মানুষ সহজেই নিজেদের সুরক্ষিত রাখতে পারে। নিজেদের বা প্রবাসীদের যে কোনো প্রয়োজনে তারা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের সাহায্য চাইতে পারে। সে সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিলিপিনোরা চাইলে সরকার ও অন্য কারও সঙ্গে যোগাযোগের সুবিধার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আনতেও তাৎপর্যপূর্ণ অবদান রাখছে তথ্যপ্রযুক্তি।

জেনেবুঝে তথ্য শেয়ার, যোগাযোগের ক্ষেত্রে শিষ্ঠাচার এবং অনলাইনের তথ্য যথাযথভাবে যাচাই করার অভ্যাস গঠনের মাধ্যমে মানুষ সহজেই নিজেদের সুরক্ষিত রাখতে পারে।

- মে. তেরেসা বি. কাপা, ২০১৯