বিচার-বিশ্লেষণ

সদা পরিবর্তনশীল ডিজিটাল ভুবন

লিম সুন সুন
লিম সুন সুন
বিভাগীয় প্রধান, কলা ও সমাজবিজ্ঞান বিভাগ, সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন |

সাধারণ একটি ছবি থেকে জিফ, পোস্ট কমেন্ট কিংবা ভিডিও থেকে মিম... ডিজিটাল নাগরিকত্বের এই ভুবন যেমন প্রাণবন্ত তেমনই আকর্ষণীয়।

আমরা যারা অনলাইনে নানা তথ্য ও সংবাদ জানার চেষ্টা করি, পড়ি কিংবা শেয়ার করি, যে তথ্যকে আমরা আসলেই সংবাদ বলে মনে করি, সেগুলো প্রতিটিই আমাদের খবরের জগতটাকে একটু একটু করে বদলে দিচ্ছে। যেসব বিষয় আমরা শেয়ার করছি, তা হয়তো কাউকে অনুপ্রাণিত করে, কাউকে করে তোলে ক্ষুব্ধ, যেটা দেখা তারা পাল্টা প্রতিক্রিয়া দেখায়, সেই প্রতিক্রিয়া কখনও কখনও সহিংসও হয়ে ওঠে।

ডিজিটাল ডিভাইসের কল্যাণে আমরা আমাদের কল্পনার চেয়েও বড় এক জগতের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। স্বীকার করতেই হবে, ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টাও বৃহত্তর প্রভাব ফেলতে পারে। সেটি সাদা চোখে ধরা না পড়লেও হতাশ হওয়ার কিছু নেই। যে তথ্যই পাই না কেন, বস্তুনিষ্ঠতা যাচাই করে নিজে গ্রহণ বা ছড়িয়ে দেওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া দরকার। তথ্য বা সংবাদ নিয়ে হতে হবে অনুসন্ধিৎসু, শেয়ার করার ব্যাপারে হতে হবে সতর্ক আর সবার মতামতের প্রতি থাকতে হবে শ্রদ্ধাশীল।

ডিজিটাল নাগরিকত্ব বিশেষ এক আশীর্বাদ, যেটা নিজের মধ্যে লালন করতে হবে সতর্কতার সঙ্গে।

- অধ্যাপক লিম সুন সুন, ২০১৯